চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবু জাফর মাহমুদ স্বপদে ফেরার খবরে দফায় দফায় বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ।সোমবার সকালে ইউনিয়ন পরিষদের সামনে জমায়েত হয়ে এই বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করা হয়।
সমাবেশে বক্তারা তাকে শক্তহাতে প্রতিহতের ঘোষণা দেন। বক্তারা বলেন, আওয়ামী পন্থী চেয়ারম্যান আমরা আর চাই না। সে যদি পরিষদে আসার চেষ্টা করে আমরা তা কঠোরভাবে পতিহত করবো।এছাড়াও সমাবেশে ইউনিয়নবাসীদের সব সময় সতর্ক থাকার আহ্বান জানিয়ে তার বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘জেলা প্রশাসক মহোদয় উনাকে প্রশাসনিক কার্যক্রম চালাতে একটি আদেশ দিয়েছেন। কিন্তু, উনার ব্যাপারে এলাকাবাসীর ক্ষোভ আছে এমনটি লক্ষ্য করছি। গত কয়েকদিন ধরে বিষয়টি নজরে আসছে। আমি বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে অভিহিত করেছি। এব্যাপারে জেলা প্রশাসক মহোদয়ই সিদ্ধান্ত নিবেন।’
সমাবেশ শেষে বিক্ষুভদ্ধজনতা ইউনিয়ন পরিষদের কার্যালযয়ে একাধিক তালা ঝুলিয়ে দেয়। এঘটনায় পুরো ইউনিয়নজুড়ে উত্তেজনা বিরাজ করছে।
এআরই/বাংলাধারা