২৪ অক্টোবর ২০২৫

 আওয়ামী লীগ নেতা নুরুল আবছার চৌধুরী গ্রেপ্তার

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরীকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ মে) সন্ধ্যায় সাতকানিয়া পৌরসভার জুমা মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নুরুল আবছার চৌধুরী সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখীল গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত নুরুল ইসলাম চৌধুরী।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, নুরুল আবছারের বিরুদ্ধে পূর্বে দায়ের করা একটি মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, “নির্ধারিত আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এ বিষয়ে বিস্তারিত জানতে পুলিশি তদন্তের অগ্রগতি ও মামলার প্রকৃতি সম্পর্কে জানতে অপেক্ষা করতে হবে।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন