বাংলাধারা ডেস্ক »
আওয়ামী লীগের দুগ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে জেলা প্রশাসনের নেয়া ১৪৪ ধারা জারি চলছে টাঙ্গাইল শহরে। বৃহস্পতিবার ভোর ৫টা থেকে শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত টানা তিন দিন এই ১৪৪ ধারা জারি থাকবে ।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শহিদুল্লাহ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করতে পুলিশ তৎপর রয়েছে।
টাঙ্গাইল থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, আওয়ামী লীগের দুগ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে সংঘর্ষের আশঙ্কা আছে, যে কারণে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়। নিরাপত্তার স্বার্থে বেশ কিছু জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে।
উল্লেখ্য, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক এমপি আমানুর রহমান খান রানার বড় ভাই আমিনুর রহমান খান বাপ্পীর মৃত্যুবার্ষিকী পালনের কর্মসূচি ঘোষণা করলে এর পাল্টা কর্মসূচি ঘোষণা করে তাদের বিরোধী পক্ষ।
বাংলাধারা/এফএস/টিএম













