৪ নভেম্বর ২০২৫

আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আজ

বাংলাধারা ডেস্ক »  

আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হবে আজ। বৃহস্পতিবার(২৬ ডিসেম্বর)সন্ধ্যায় গণভবন থেকে এ কমিটি ঘোষণা করা হতে পারে। কমিটি ঘোষণার আগে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সভা করবে নতুন সভাপতিমণ্ডলীর সদস্যরা।

সদ্য সমাপ্ত কেন্দ্রীয় সম্মেলনে আওয়ামী লীগের ৮১ সদস্যের কার্যনির্বাহী কমিটির ৪২ পদের নাম ঘোষণা করা হয় ।এরমধ্যে বিদায়ী কমিটির ৪০ জন রয়েছেন।সম্পাদকমণ্ডলীর ১০টি, কোষাধ্যক্ষ এবং কার্যনির্বাহী সংসদের ২৮টিসহ মোট ৩৯ পদ এখনো খালি আছে। গত মঙ্গলবার রাতে গণভবনে আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতিমণ্ডলীর প্রথম বৈঠকে আজ নাম ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সেদিন বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, নতুন কমিটির প্রথম যৌথ সভা হবে ৩ জানুয়ারি টুঙ্গিপাড়ায়। নতুন কমিটিতে পদ না পাওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা পূর্ণাঙ্গ কমিটিতে জায়গা পাবেন কি না, তা দলীয় প্রধানের ওপর নির্ভর করছে।কমিটিতে নতুন মুখ ছাড়াও পুরনো অনেকে জায়গা পেতে পারেন বলেও  জানান তিনি।

কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে তিন মন্ত্রী, চার প্রতিমন্ত্রী ও দুই উপমন্ত্রী বাদ পড়তে পারেন জানা গেছে। তারা হলেন- বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম,শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন,  নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এবং শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

গত ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিলে টানা নবমবারের মতো সভাপতি শেখ হাসিনা এবং টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ