বাংলাধারা ডেস্ক »
আজ বৈঠক করতে যাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্যরা।
মঙ্গলবার(২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় গণভবনে এ বৈঠক শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠকে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কমিটি পূর্ণাঙ্গ করা হবে। সেইসঙ্গে নতুন করে বাড়ানো উপদেষ্টা পরিষদের শূন্য পদেও মনোনয়ন দেয়া হবে বলে জানা গেছে।
গত ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিলে শেখ হাসিনাকে টানা নবমবার সভাপতি এবং ওবায়দুল কাদেরকে দ্বিতীয়বার সাধারণ সম্পাদক করে ৮১ সদস্যের কার্যনির্বাহী সংসদের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়। বাকি পদগুলো পরবর্তী সময়ে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। দলের গঠনতন্ত্র অনুযায়ী প্রেসিডিয়ামের বৈঠক করে মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় কমিটিতে সদস্যপদ দেয়া হয়।
এদিকে ৮১ সদস্যের কেন্দ্রীয় কমিটির বাকি ৩৯ জন পদে কারা আসবেন তা আজ জানা যাবে। শূন্য পদগুলোর দিকেই এখন তাকিয়ে আছে সবাই। সম্মেলনে ঘোষিত কমিটি থেকে যারা বাদ পড়েছেন, শেষ মুহূর্তে কেন্দ্রীয় রাজনীতিতে যাওয়ার আশায় আছেন তারা। পাশাপাশি কেন্দ্রীয় কমিটির দিকে তাকিয়ে আছেন পদবঞ্চিত সাবেক ছাত্রনেতারাও।
বাংলাধারা/এফএস/টিএম













