বাংলাধারা প্রতিবেদন »
আকবরশাহ্ থানার জানারখিল এলাকার রেল রাস্তা সংলগ্ন লোকমান মিয়ার ভাড়াঘর থেকে চারটি মোবাইলসহ পেশাদার এক মোবাইল চোরকে আটক করেছে আকবরশাহ্ থানা পুলিশ।
রোববার (৪ আগস্ট) তাকে আটক করা হয়। আটককৃত ব্যাক্তি নোয়াখালী জেলার মোঃ সফিউল্লাহর ছেলে মোঃ আক্কাস (২২)।
সোমববার (৫ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (নিঃ) মোঃ আব্দুল হালিম।
তিনি বলেন, গতকাল আনুমানিক সাড়ে তিনটা থেকে চারটার দিকে আমাদের থানাধীন জানারখীল উত্তর পাড়ার জামাল আহম্মদ(৪৭) এর ঘর থেকে একটি মোবাইল ফোন সহ নগদ ২৬ হাজার ২শ’ ৭০ টাকা চুরি হয়। পরবর্তিতে তিনি থানায় মামলা করলে চোরাইকৃত মোবাইলের অবস্থান সনাক্ত করে আসামীকে গ্রেপ্তার করা হয়। আসামী একজন পেশাদার চোর এবং দীর্ঘদিন ধরে মোবাইল চুরি করে বলে জানা যায়। বাকী আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যহত আছে।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি













