২৪ অক্টোবর ২০২৫

আকস্মিক সফরে আবারও ইউক্রেনে পুতিন

আন্তর্জাতিক ডেস্ক »

ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর দ্বিতীয়বারের মতো দেশটি সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আকস্মিক সফরে তিনি ইউক্রেনের খেরসন ও লুহানস্ক অঞ্চলের সামরিক সদর দপ্তর পরিদর্শন করেছেন। মঙ্গলবার (১৮ এপ্রিল) ক্রেমলিনের বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য নিশ্চিত জানিয়েছে।

মঙ্গলবার ক্রেমলিন জানিয়েছে, পুতিন দক্ষিণ খেরসন অঞ্চলে একটি সামরিক কমান্ডের বৈঠকে যোগ দিয়েছিলেন। সেখানে তিনি জাপোরিঝিয়া অঞ্চলের পরিস্থিতি সম্পর্কে বিমান বাহিনীর কমান্ডার ও অন্যান্য সিনিয়র কর্মকর্তাদের কাছ থেকে জানতে চেয়েছেন। ৎ

পুতিন ইউক্রেনের পূর্ব লুহানস্ক অঞ্চলের ন্যাশনাল গার্ড সদর দপ্তরও পরিদর্শন করেছেন। ক্রেমলিন এই সফরের একটি ভিডিওও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা গেছে, লুহানস্কে হেলিকপ্টারে কর যাচ্ছিলেন পুতিন। কিন্তু কখন কোন বৈঠক হয়েছে তা জানানো হয়নি।

এর আগে রুশ বাহিনীর দখল করা দোনেৎস্ক অঞ্চলের ইউক্রেনীয় শহর মারিউপোল পরিদর্শন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

হেলিকপ্টারে করে পুতিন মারিউপোল যান। শহরের বেশ কয়েকটি এলাকা তিনি ঘুরে দেখেন। এসময় পুতিন সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন।

আরও পড়ুন