২৯ অক্টোবর ২০২৫

আকাশ ইকবালের নতুন বই : ‘ভবিষ্যৎ পৃথিবীর অনন্য রূপকার ইলন মাস্ক’

বাংলাধারা প্রতিবেদন  »

প্রকাশিত হয়েছে তরুণ প্রবন্ধকার ও সংবাদকর্মী আকাশ ইকবালের নতুন বই ‘ভবিষ্যৎ পৃথিবীর অনন্য রূপকার ইলন মাস্ক’। বইটি প্রকাশ করেছে নন্দিত প্রকাশনা প্রতিষ্ঠান দাঁড়িকমা প্রকাশনী। পাওয়া যাবে অমর একুশে বইমেলা ২০২১ -এ দাঁড়িকমা’র স্টলে। বর্তমানে পাওয়া যাচ্ছে রকমারি ডট কম ও দেশের সব অভিজাত বইয়ের দোকানে।

‘ভবিষ্যৎ পৃথিবীর অনন্য রূপকার ইলন মাস্ক’ মূলত একটি আত্মউন্নয়ন মূলক ও জীবনী বই। ইলন মাস্ক একবিংশ শতাব্দীর একজন সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী। তাকে বলা হয়, ‘ইঞ্জিনিয়ারদের ইঞ্জিনিয়ার’। আবার কেউ কেউ বলে বাস্তবের ‘আয়রন ম্যান’। বলা হয় ‘ভিন গ্রহের এলিয়েন, ভুল করে পৃথিবীতে আটকা পড়েছেন, এখন নিজের বাড়িতে ফিরে যাওয়ার জন্য এত্ত সব কীর্তি করে যাচ্ছে’। তিনি যেখানেই হাত দিয়েছেন সেখানেই সফলতা লাভ করেছেন। আমরা যা কল্পনায় বা সাইন্স ফিকশন সিনেমায় দেখি সেটাকে তিনি বাস্তব রূপ দিয়েছেন।

আমরা অনেকেই স্পেসএক্স, টেসলা, পেপ্যাল, সোলার সিটি, স্টারলিংক, হাইপার লুপ, ওপেন এআই, দ্য বরিং কোম্পানীর নাম শুনেছেন। ইলন মাস্ক এই সবগুলো জায়ান প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, সহ-প্রতিষ্ঠাতা। তার হাত ধরেই এই প্রতিষ্ঠানগুলো গড়ে উঠে আলোর মুখ দেখেছে। আর এই সবগুলো প্রতিষ্ঠানই সৃষ্টিশীল কাজের উদাহরণ বিশ্বব্যাপী।

তিনি ব্যক্তিগতভাবে যে প্রতিষ্ঠান গড়ে তুলে পৃথিবীর নজরে এসেছে সেটি হচ্ছে স্পেসএক্স, টেসলা মোটরস, পেপ্যাল, সোলার সিটি এবং হাইপার লুপ। প্রথম ব্যক্তি মালিকানা বাহনে চাঁদে এবং মঙ্গলে যাওয়ার মতো সাহস তিনিই করেছেন। ব্যতিক্রমধর্মী সব চিন্তাধারার কারণে নিজেকে তিনি অন্যদের চেয়ে সম্পূর্ণ রূপে আলাদা করে তৈরি করেছেন।

ইলন মাস্ক তার প্রতিষ্ঠিত স্পেসএক্স, টেসলা মটরস ও সোলার সিটি নিয়ে বলেন, ‘আমি যেসব জিনিস নিয়ে কাজ করি তার পেছেনে আছে একটি স্বপ্ন, এমন একটি পরিবর্তিত পৃথিবী চাই, যা হবে আরও মানবিক।’

তার স্বপ্ন কল্পনাকেও হার মানায়। তাঁর ইচ্ছা, মানবজাতি ভবিষ্যতে সংগ্রাম মোকাবেলা করতে ভিন্ন গ্রহে বসতি স্থাপন করবে। তাঁর এই ভাবনাটি ‘মেকিং লাইফ মাল্টিপ্ল্যানেটারি’ নামে পরিচিত।

রোলিং স্টোন ডটকম নামে একটি মিডিয়াকে তিনি বলেন, ‘আমি প্রয়োজনীয় কিছু করতে চাই। এবং প্রয়োজনীয় কিছু মানে এমন কিছু, যা মানুষের জীবনকে ‘আরও একটু’ ভালো করবে। ভবিষ্যতকে আরও একটু ভালো করবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের ভবিষ্যৎকে আরও ভালো করার জন্য আমাদের চেষ্টা করতে হবে।’

এই বইটির প্রত্যেকটি অধ্যায় তার জীবনের গল্প নিয়ে সাজানো হয়েছে। রয়েছে তাঁর বেড়ে ওঠা, বড় হওয়ার স্বপ্ন দেখা, ব্যর্থতা ও সফলতার গল্প।

আরও রয়েছে, তরুণ উদ্যোক্তাদের জন্য ইলন মাস্কের দিকনির্দেশনা মূলক পরামর্শ ও সফলতার সাক্ষাৎকার।

আকাশ ইকবাল একজন তরুণ প্রতিশ্রুতিশীল লেখক। জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার মিঠানালা গ্রামে। ছোটবেলা থেকেই বই পড়ার প্রতি রয়েছে গভীর আকর্ষণ। বাংলা সাহিত্য, রাজনীতি, বিজ্ঞান, ইতিহাস-ঐতিহ্যের প্রতি রয়েছে বেশ আগ্রহ। স্কুল জীবনেই স্থানীয় লিটলম্যাগ ও পত্রিকায় লেখালেখির অভ্যাস গড়ে ওঠে। আর সেটিই পরবর্তীতে তাকে লেখালেখিতে নিয়মিত করার ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। বর্তমানে এই তরুণ পড়াশোনার পাশাপাশি চট্টগ্রাম ভিত্তিক অনলাইন পত্রিকা ও সাপ্তাহিক পত্রিকা ‘চট্টগ্রাম সমাচার’ বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ইতোমধ্যে প্রকাশিত হয়েছে দীর্ঘ দুই বছরের ইতিহাস-ঐতিহ্যের গবেষণামূলক বই ‘বহুমাত্রিক কিংবদন্তি মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদী’। প্রকাশের অপেক্ষায় রয়েছে আরেকটি গবেষণামূলক বই ‘ বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ইসলামাবাদীর যুদ্ধ জীবন’। বর্তমানে কাজ করছেন মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর এলাকাধীন মীরসরাই অঞ্চলের ইতিহাস-ঐতিহ্য নিয়ে। এছাড়া এই তরুণ লেখক নিয়মিত লিখে যাচ্ছে একাধিক আঞ্চলিক ও জাতীয় দৈনিকে। ‘ভবিষ্যৎ পৃথিবীর অনন্য রূপকার ইলন মাস্ক’ আকাশ ইকবালের তৃতীয় বই।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন