চট্টগ্রাম নগরীতে উড়াল সড়কে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। নিহত মো. রাশেদ (৩২) নগরীর বন্দর থানার নিউমুরিং এলাকার বাসিন্দা।
আজ মঙ্গলবার (২ জুলাই) সকালে পাঁচলাইশ থানার মুরাদপুরে আক্তারুজ্জামান ফ্লাইওভারের প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে যাওয়া পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল আমিন জানান, বেলা সাড়ে ১১টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল। ফ্লাইওভার থেকে নামার সময় ভেজা সড়কে পিছলে ছিটকে পড়ে মোটরসাইকেল ও রাশেদ। এ সময় পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এর কিছুক্ষণ পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।












