৮ ডিসেম্বর ২০২৫

আখতারুজ্জামান বাবুর কবর জিয়ারত করলেন আ’লীগের মেয়র প্রার্থী রেজাউল

আনোয়ারা প্রতিনিধি »  

আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, দক্ষিণজেলা  আওয়ামীলীগের সভাপতি প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী  বাবুর কবর জেয়ারত করেছেন চট্টগ্রাম  মিটি কর্পোরেশনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুর একটায় তিনি হাইলধর গ্রামের বাড়ির বাবুর কবর জেয়ারত  ও পুষ্পস্তবক  অর্পণ  করেন। এসময় বর্তমান সিটি মেয়র আজম নাছির উদ্দীন তাঁর সাথে ছিলেন।

আনোয়ারা  উপজেল আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা  এসময় তাদের ফুলেল শুভেচ্ছা  জানান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি,অধ্যাপক  এম এ মান্নান চৌধুরী, সাধারন  সম্পাদক এম এ মালেক আওয়ামীলীগ নেতা জাফর উদ্দীন চৌধুরী, বোরহান উদ্দীন চৌধুরী মুরাদ,কলিম উদ্দীনসহ যুবলীগ ছাত্রলীগ নেতৃবৃন্দরা।

কবর জিয়ারত  শেষে রেজাউল  করিম বলেন,  জননেত্রী শেখ হাসিনা আমাকে যে গুরু দায়িত্ব দিয়েছেন জীবন দিয়ে  হলেও আমি তা রক্ষা করব।

আমার চাওয়া পাওয়ার কিছু নেই। চট্টগ্রামের মানুষের ভাগ্যন্নয়নে কাজ করে যেতে চাই।

তিনি বলেন, চট্টগ্রামে আওয়ামীলীগের রজনীতিতে বাবু ভাইয়ের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাদের গড়া ভিতের উপর দাড়িয়ে আজ দল শক্ত অবস্থান  তৈরি করতে পেরেছে।  

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন