৩ নভেম্বর ২০২৫

আখ ক্ষেতে মিললো বৃদ্ধের মরদেহ

আখ ক্ষেতে মিললো বৃদ্ধের মরদেহ

লোহাগাড়া প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়েনের তৈয়ববর পাড়ার একটি আখ ক্ষেত থেকে আবদুল গফুর (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৫ মে ) সকাল ১০ টার দিকে বাড়ির পাশে আঁখ ক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আবদুল গফুর কুমিরাঘোনা বাজারের দক্ষিণ পাশে আফিয়া বাপের পাড়ার মৃত জনু মিয়ার ছেলে। সে তৈয়বের পাড়ায় বাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে দেড় বছর ধরে বসবাস করে আসছিল।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বাংলাধারাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের ভাগিনা মো. ইসমাইল বাংলাধারাকে জানান, ঘটনার দিন বাড়িতে কেউ ছিল না। সকাল ১০ টার দিকে স্থানীয়রা আঁখ ক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়। স্থানীয়রা লাশ উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান, বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, স্থানীয় ইউপি সদস্য আলহাজ্ব মামুন অর রশিদ।

 

আরও পড়ুন