বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রাম কাস্টমস হাউসে প্রায় ৬২ লট পণ্য নিলামে উঠবে আগামীকাল (২৯ জুলাই)। যেখানে রয়েছে প্রভোক্স মডেলের কার। এছাড়া আরো রয়েছে, প্লাস্টিক হ্যাঙ্গার, ওয়াশিং ক্যামিকেল, চামড়াজাত পণ্য, তৈরী পোশাক শিল্পের কাঁচামাল, টেক্সটাইল পণ্য, ড্রাগন ফল, ফেব্রিক্সসহ অন্যান্য পণ্য।
চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শাখা এবং ঢাকা ভ্যাট কমিশনারেট কার্যালয়ে একযোগে এ নিলাম অনুষ্ঠিত হবে।চলতি মাসের ৮ জুলাই ৫৬ লট পণ্য নিয়ে আরো একটি নিলাম অনুষ্ঠিত হয়েছিলো।নোটিশ দেওয়ার ১৫ দিনের মধ্যে পণ্য খালাস না নিলে সেগুলো নিলাম তোলে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।
আগামীকাল অনুষ্ঠিতব্য নিলামে অংশগ্রহণের জন্য চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা (প্রশাসন), চট্টগ্রাম জেলা প্রশাসকের দপ্তর এবং যুগ্ম কমিশনার (সদর), শুল্ক আবগারি ও ভ্যাট কমিশনারেটের (ঢাকা দক্ষিণ) কার্যালয়ে নির্ধারিত টেন্ডার বক্স রয়েছে। ২৯ জুলাই দুপুর দুইটা পর্যন্ত দরপত্র প্রদান করতে পারবে নিলামে অংশগ্রহণকারীরা’।
চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শাখার ডেপুটি কমিশনার আল আমিন সাংবাদিকদের জানান,বন্দরে জট কমাতেই নিলামে পণ্য নিলামে তোলা এখন গুরুত্বপূর্ণ হয়ে ওঠেছে এবং ধারাবাহিক ভাবে পণ্য গুলো ২৯ জুলাই নিলামে ওঠছে।
পৃথিবীর নানা দেশ থেকে আমদানিকৃ পণ্য অনেক কারণে বন্দর থেকে খালাস নেওয়া হয় না।এছাড়া অন্যদিকে চোরাচালান, জালিয়াতি, এক পণ্য আমদানির ঘোষণায় ভিন্ন পণ্য আমদানি, শুল্ক ফাঁকি সহ বিভিন্ন কারণে কাস্টমস কর্তৃপক্ষ পণ্য খালাস স্থগিত করে।এরপর সেগুলো নিলামে তোলা হয়।এই ধারাবাহিকতায় আগামী অনুষ্ঠিত হবে এই নিলাম।
বাংলাধারা/এফএস/এআর













