২৩ অক্টোবর ২০২৫

আগামীতেও দেশের দায়িত্বে শেখ হাসিনাকে দেখতে চাই : নওফেল

বাংলাধারা প্রতিবেদক »

জননেত্রী শেখা হাসিনা যতদিন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন ততদিন দেশ নিরাপদ এবং উন্নত হবে, সমৃদ্ধ থাকবে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এসময় জনাসধারণ কাছে তিনি প্রধানমন্ত্রীর জন্য দোয়া চেয়েছেন।

বুধবার (২২ মার্চ) দুপুরে নগরীর ২৫নং রামপুরা ওয়ার্ড কাউন্সিলর, প্যানেল মেয়র আবদুস সবুর লিটনের তত্ত্বাবধানে ১০ হাজার হতদরিদ্র পারিবারের মাঝে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ উদ্বোধন করেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এসময় ক্ষুধা, দারিদ্র মুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান নওফেল।

শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা রমজান উপলক্ষে যার যার সমর্থ অনুযায়ী সহযোগিতা করে যাচ্ছি। যার উসিলায় আমরা এসব সহযোগিতা করতে পারছি আল্লাহ তাঁর হায়াত দারাজ করুক, সুস্থ রাখুক। জননেত্রী শেখ হাসিনার জন্য আমরা দোয়া করি, আগামী নির্বাচনে আবারও জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের দায়িত্বে দেখতে চাই। সাধারণ মানুষের কাছে আমার অনুরোধ- যার কারণে তারা ভালো আছেন, তিনি যেন সেই দায়িত্বে থেকে যান- সেই দোয়াটা যাতে রমজানে সবাই করে, এটাই আমাদের বার্তা।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপমন্ত্রী বলেন, ‘সারা পৃথিবীতে দ্রব্যমূল্য বাড়ছে। ব্যবসায়ীরা আসলে এই মাসেই ব্যবসাটা করেন। আমরা যদি বলি যে লাভ করতে পারবে না, তারা লস করলে দেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং দ্রব্যমূল্যের মাত্রাটা একটু কমিয়ে, কতটুকু কি করা যায়- সেটা দেখার বিষয়। কারণ এই মাসটাতে ব্যবসায়ীদের লাভ-লোকসান নির্ধারিত হয়।’

‘মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন মানুষের কষ্ট লাঘব করার জন্য দ্রব্যমূল্যের মাত্রাটা কমাতে হবে। প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের অনেক সুযোগ-সুবিধা দিয়েছেন- প্রণোদনা, ঋণ মওকুফসহ অনেককিছু দিয়েছেন। এখন তাদের সময় হয়েছে মানুষকে দেয়ার, আমরা আশা করছি তারা তাই দিবেন।’

রামপুরা ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র আবদুস সবুর লিটন বলেন, ‘প্রতি বছরের ন্যায় এবারও মাহে রমজান উপলক্ষে দশ হাজার মানুষকে ইফতার ও সেহেরি সমাগ্রী দেয়া হচ্ছে। যে যেই দল করেন না কেন আজকে আওয়ামী সরকার ক্ষমতায় থাকায় প্রধানমন্ত্রীর নির্দেশে সামর্থ অনুযায়ী আমরা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি এসব সামগ্রী। আপনাদের অনুরোধ করব, আগামী নির্বাচনে আমাদের এই আসনে যাকে মনোনয়ন দেবে তাকে আমরা জয়যুক্ত করব। জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া ও দীর্ঘায়ু কামনা করছি। চট্টলবীর এ বি এম মহিউদ্দীন চৌধুরীকে আল্লাহ বেহেস্ত নসিব করুক এবং তাঁর সুযোগ্য সন্তান শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল’র জন্য দোয় করি।’

সকল পরিস্থিতিতে দুস্থ ও অসহায়দের পাশে থাকা প্রয়াত নেতা চট্টলবীর এবিএম মহিউদ্দীন চৌধুরীর শিক্ষা এবং এ ধারা বাস্তবায়নে মহিবুল হাসান চৌধুরী নওফেল অনুপ্রেরণা উল্লেখ করে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে চসিক প্যানেল মেয়র ও রামপুরা ওয়ার্ডের কাউন্সিলর আবদুস সবুর লিটন এই ধারা অব্যহত রাখার কথা জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ, রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক আবুল কাশেমসহ স্থানীয় আওয়মী লীগ নেতৃবৃন্দ।

আরও পড়ুন