আন্তর্জাতিক ডেস্ক »
সন্ত্রাস দমন আইনে ইসলামাবাদ পুলিশের করা একটি মামলায় তিন দিনের আগাম জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার ইসলামাবাদ হাইকোর্ট আগামী ২৫ অগাস্ট বৃহস্পতিবার পর্যন্ত তার জামিন মঞ্জুর করেছে বলে জানায় পাকিস্তানের দৈনিক ‘ডন’ পত্রিকা।
শনিবার একটি জনসমাবেশে বক্তৃতা দেওয়ার সময় ‘একজন নারী বিচারক এবং জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের হুমকি দেওয়ার’ অভিযোগে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির প্রধান ইমরানের বিরুদ্ধে সেদিন রাতেই ইসলামাবাদের পুলিশ স্টেশনে মামলা (এফআইআর) দায়ের হয়।
রোববার গণমাধ্যমে এ মামলার খবর প্রকাশ পায়। গ্রেপ্তার এড়াতে ইমরান হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। তার পক্ষে সোমবার সকালে আবেদনটি করেন পিটিআই- এর আইনজীবী ফয়সাল চৌধুরী ও বাবর আওয়ান।
পাকিস্তানের জিও নিউজ জানায়, মামলার পর ইমরানকে গ্রেপ্তারের জন্য প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কার্যালয়ের লিখিত অনুমোদন চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
তবে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট বাকি শরিকদের সবার মতামতের ভিত্তিতে ইমরান খানকে গ্রেপ্তারের বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে শোনা যাচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ইমরানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর ছড়িয়ে পড়লে পিটিআই এর নেতা-কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন বলে জানায় জিও নিউজ।
ফাওয়াদ চৌধুরি, হাম্মাদ আজহার, আসাদ উমর, মুরাদ সাঈদ, ওমর আইয়ুব পারভেজ খাট্টাকসহ পিটিআই অনেক নেতা-কর্মী ইমরানের বানিগালার বাসভবনে গেছেন এবং তার গ্রেপ্তার ঠেকাতে সেখানে অবস্থান কর্মসূচি শুরু করেছেন।
ফাওয়াদ চৌধুরি সাংবাদিকদের বলেন, ইমরান খানের বিরুদ্ধে কোনো ‘অবৈধ পদক্ষেপ’ গ্রহণের চেষ্টা করলে তার পরিণতি কী হবে, তার বিষয়ে জনগণের অনুভূতি কেমন সে বিষয়ে সরকার ভালোভাবেই অবগত আছে।
তিনি পিটিআই প্রধানের বিরুদ্ধে হওয়া মামলাটি ‘অযৌক্তিক’ বলে উল্লেখ করে সেটি ‘প্রত্যাহার করা উচিত’ বলেন।
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তাদের গুরুতর পরিণতির হুমকি দিয়ে ভাষণ দেওয়ার কারণে ইমরানের বক্তব্য টেলিভিশনে সরাসরি সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তানের ইলেক্ট্রোনিক মিডিয়া নিয়ন্ত্রক সংস্থাও (পেমরা)।
এ বিষয়ে ফাওয়াদ বলেন, সরকারের বরং উচিত টিভি চ্যানেলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা। আগামী ১০ সেপ্টেম্বরের আগে পাকিস্তানের বর্তমান সরকার ক্ষমতাচ্যুত হবে বলেও জোর দাবি করেন তিনি।
পুরো দেশ ইমরানের পক্ষে আছে এবং তাদের ‘এই বন্ধন ভাঙা সম্ভব না’ বলে মন্তব্য করেছেন পিটিআই নেতা শাহ মেহমুদ কুরেশি।













