২৩ অক্টোবর ২০২৫

আগুনে পুড়লো ৪ বসতঘর

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪টি বসতঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে আপেল আহমদ টেক সংলগ্ন পশ্চিম গোমদণ্ডী ৯ নম্বর ওয়ার্ডের গোয়াজ তালুকদার বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থরা হলেন— নুরুল ইসলাম (৬৫), দিদারুল আলম (৪৫), ফরিদুল আলম (৪০) ও মনির হোসেন (৩০)।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মোহাম্মদ মামুন বলেন, বোয়ালখালী সার্ভিসের দুইটি ইউনিট আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় ৩টি কাঁচা বসতঘর পুরোপুরি ও ১টি সেমিপাকা ঘর আংশিক পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ পরবর্তীতে জানা যাবে।

আরও পড়ুন