চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মৎস্য অফিসের অভিযানে দুই লাখ টাকা মূল্যের দুটি অবৈধ বেহুন্দি জাল জব্দ করে আগুনে পোড়িয়ে ধ্বংস করা হয়েছে।তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
রবিবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার সমুদ্র উপকূলের সাঙ্গু নদী ও বঙ্গোপসাগরের মোহনায় এই অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রাশিদুল হক বলেন, ‘অবৈধ জাল নির্মূলে কিংবা অপসারণে চলমান বিশেষ কম্বিং অপারেশনের ৩য় ধাপের ১ম দিনে অভিযান পরিচালনা করে প্রায় এক লাখ মিটার দৈর্ঘ্যের অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।’