সীতাকুণ্ড প্রতিনিধি »
চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ির বিএম ডিপোর আগুন নেভানোর কাজ শেষ করে ফিরে গেছে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স।
বুধবার (৮ জুন) রাতে সেনাবাহিনীর সকল সদস্য এই ডিপো থেকে চলে যাবার পর বৃহস্পতিবার (৯ জুন) দুপুর ২টায় ফিরে গেছে ফায়ার সার্ভিসের সবকটি ইউনিট। তবে এখনো ঘটনাস্থলে পুলিশ ও আনসার মোতায়েন রয়েছে।
বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, এখনও কিছু কিছু কনটেইনার থেকে ধোঁয়া বের হচ্ছে। তবে এতে আশঙ্কার কিছু নেই।
জানা গেছে, গত কয়েকদিনের মতো বৃহস্পতিবারও বিএম কনটেইনারের বিভিন্ন কনটেইনারের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছিল। তবে এ ধোঁয়া ঝুঁকিপূর্ণ না, নিশ্চিত হয়ে আজ বৃহশপতিবার সকাল ১১ টায় উদ্ধার ও আগুন নেভানো কাজ শেষ ঘোষণা করে ফায়ার সার্ভিস। তারা যন্ত্রপাতি গুটিয়ে সেখান থেকে বের হয়ে আসে দুপুর ২টায়। এ সময় ফায়ার সার্ভিসের নেতৃত্বে থাকা সীতাকুণ্ড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল সংবাদ সম্মেলন করে কাজ শেষ করার কথা আনুষ্ঠানিক ঘোষণা দেন।
ফলে বর্তমানে সেখানে অগ্নিনির্বাপক কাজে কোন সংস্থা কাজ করছে না। তবে সেখানে এখনও সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে পরিদর্শক (তদন্ত) সুমন বণিকসহ পুলিশ ফোর্স ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।













