বাংলাধারা প্রতিবেদন »
বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আল্লামা শফির শারীরিক অবস্থার অবনতি হলে রোববার (৭ জুন) রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা আগের চেয়েও ভালো। ইতোমধ্যে তাঁর চিকিৎসার জন্য গঠন করা হয়েছে ৯ সদস্যের মেডিক্যাল টিম।
সোমবার (০৮ জুন) করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় রিপোর্টে নেগেটিভ আসে।
চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম হুমায়ুন কবির জানান, রাতে আল্লামা শফিকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সোমবার তাঁর চিকিৎসার জন্য ৭জন বিশেষজ্ঞ চিকিৎসক ও ২জন পরিবারের সদস্য নিয়ে ৯ সদস্যের মেডিক্যাল টিম গঠন করা হয়। তারা ভালোভাবে তাকে চিকিৎসাসেবা দিচ্ছেন।
এর আগে গত শুক্রবার থেকে ফের অসুস্থতাবোধ করেন হেফাজতে ইসলামের আমির ও হাটহাজারী আল-জামিয়াতুল দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফি। তিনি হাটহাজারীতে মাদ্রাসায় তার কক্ষে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তাকে অক্সিজেনও দেওয়া হয়। কিন্তু শারিরীক অবস্থার অবনতি হলে গতকাল রোববার রাতে তাঁকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
বাংলাধারা/এফএস/টিএম













