৭ নভেম্বর ২০২৫

আগ্রাবাদে বিপুল পরিমাণ জাল রেভিনিউ স্ট্যাম্পসহ আটক ২

চট্টগ্রামে বিপুল পরিমাণ বিভিন্ন টাকা মূল্যমানের জাল রেভিনিউ স্ট্যাম্পসহ ২ জনকে আটক করেছে র‌্যাব-৭ ।

রবিবার (২৬ জুন) চট্টগ্রাম নগরীর ডবলমুড়িং থানাধীন আগ্রাবাদ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- নোয়াখালী জেলার চাটখিল থানাধীন ফরেকুট এলাকার মৃত রমজান আলীর ছেলে মো. ইদ্রিস পাটোয়ারী (৫৫) এবং এখই এলাকার মো. নুরের ছেলে মো. জাহিদ (১৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার।

তিনি জানান, ইন্দ্রিস ও জাহিদ আগ্রাবাদ এলাকার মায়া এন্টারপ্রাইজ নামের একটি দোকানের ভেতর বাংলাদেশ সরকার কর্তৃক মুদ্রিত বিভিন্ন টাকা মূল্যমানের জাল রেভিনিউ স্ট্যাম্প মজুদ রেখে গোপনে বিভিন্ন লোকজনের কাছে ক্রয়-বিক্রয় করছিল। পরবর্তীতে তাদের হেফাজতে থাকা দোকানের ভেতর থেকে বিপুল পরিমাণ বিভিন্ন টাকা মূল্যমানের জাল রেভিনিউ স্ট্যাম্প জব্দ করা হয়।

আটকদের জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ জাল রেভিনিউ স্ট্যাম্প, জাল বিশেষ আঠালো স্ট্যাম্প, জাল বাংলাদেশ কোর্ট ফি, জাল ডাক টিকেট এবং বিভিন্ন সীল তাদের দোকানে মজুদ করে জনগণের নিকট ক্রয়-বিক্রয় করে আসছিল।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ