বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকায় গাড়ির ধক্কায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার (২ জানুয়ারি) সকাল সাতটার আগ্রাবাদ চৌমুহনীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম কুলসুম বেগম (২৪)।
কুলসুম আগ্রাবাদ এলাকার একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। তিনি ওই এলাকার পান্নাপাড়ার বাসিন্দা আলী আকবরের স্ত্রী।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, সকালে রিকশায় করে কর্মস্থলে যাচ্ছিলেন পোশাক শ্রমিক কুলসুম বেগম। রিকশাটি আগ্রাবাদ চৌমুহনীতে পৌঁছালে ময়লাবাহী একটি গাড়ি রিকশাটিকে ধাক্কা দেয়।
এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন কুলসুম। পথচারীরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাধারা/এফএস/এআর













