২৮ অক্টোবর ২০২৫

আঘাত হেনেছে করোনার দ্বিতীয় ঢেউ

বাংলাধারা ডেস্ক »

করোনা মহামারির বিস্তার বৃদ্ধিতে আবারো লকডাউনে ফ্রান্স এবং জার্মানি। পুরো ইউরোপ জুড়েই সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। স্পেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, পোল্যান্ড, বুলগেরিয়াতে মহামারির বিস্তার উদ্বেগ বাড়াচ্ছে।

একটি জাতীয় টিভির ভাষণে ফরাসী রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রো কঠোর নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেছেন। তিনি বলেন, এই লকডাউন শুক্রবার থেকে শুরু হবে এবং কমপক্ষে এক মাস চলবে। লোকেরা তাদের বাড়ির অভ্যন্তরে অবস্থান করবে। রেস্তোঁরা, বার পুরোপুরি বন্ধ থাকবে এবং দোকানগুলো সীমিত আকারে কঠোর নিয়ন্ত্রণে পরিচালিত হবে।

জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল বলেছেন, দেশটির ফেডারাল ও রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, রেস্তোঁরা, বার, ফিটনেস স্টুডিও, কনসার্ট হল এবং থিয়েটারগুলো এক মাসের জন্য বন্ধ থাকবে। এই লকডাউন শুরু হবে ২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত। ১০ জনের বেশি লোক একত্র হওয়া যাবে না। ফ্রান্সে দিনে ৫০ হাজারের অধিক লোক করোনা আক্রান্ত হচ্ছে তাই প্রেসিডেন্ট কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে।

ইউরোপের দেশ ইতালি ও স্পেনকে অনুসরণ করছে জার্মানি ও ফ্রান্স। দুটি দেশে স্কুল বন্ধের পাশাপাশি অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। তবে গত মার্চ ও এপ্রিলে যে পরিপূর্ণ লকডাউন দেওয়া হয়েছিল, এবার ততটা কঠোর লকডাউন দেওয়া হচ্ছে না।

লকডাউন এর ফলে দুটি দেশের অর্থনীতির ওপর আরও ভারী প্রভাব পড়তে পারে। ইউরোপের দেশগুলোর সরকারকে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি যৌথ কৌশল প্রণয়নের ওপর গুরুত্ব দিতে আহ্বান জানানো হয়েছে।

বাংলাধারা/এফএস/ওএস/এআর

আরও পড়ুন