জেলা প্রতিনিধি, কক্সবাজার »
কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ হাজীপাড়ায় অভিযান চালিয়ে আঙ্গিনায় চাষ করা গাঁজা ক্ষেত থেকে ২৪টি গাঁজার চারা ও আধা কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
বুধবার (১৯ মে) রাত ৯ টার দিকে দক্ষিণ হাজীপাড়ায় আবুল কালাম কোম্পানির বিল্ডিং এর কাছে মোস্তাক আহমদের বসত ভিটায় এ অভিযান চালানো হয়।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এবং সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেসন্স) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতার মোস্তাক আহমদ (৫০) ঐ এলাকার মৃত ফজল আহমদের ছেলে। এসময় তার চাষ করা গাঁজা ক্ষেত থেকে ২৪ টি গাঁজা গাছের চারা, ৪ শত গ্রাম শুকনো গাঁজা জব্দ করা হয়।
আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, মোস্তাকের বাগানে গাঁজা চাষ, গাঁজা বেচা-কেনার খবর পেয়ে র্যাব-১৫ এর একটি অভিযানিক টিম উক্ত স্থানে গেলে মাদককারবারীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে পালাতে চেষ্টা করে। এসময় র্যাব সদস্যরা ধাওয়া করে মাদককারবারীকে আটক করে। পরে তার কাছে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে মোস্তাক আহমদের বাড়ির আঙ্গীনায় গাঁজা ক্ষেতের সন্ধান পেয়ে চাষকরা গাঁজা ক্ষেত থেকে ২৪ টি গাঁজা গাছের চারা উপড়ে ফেলা হয়।
তিনি আরো জানান, গ্রেফতার মোস্তাকের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে উপড়ে ফেলা গাঁজা গাছের চারা, শুকনো গাঁজাসহ কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। মোস্তাক আহমদ দীর্ঘদিন ধরে গাঁজা চাষ ও বিভিন্ন স্থান হতে এনে দেশের বেচা-কেনা করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে উল্লেখ করেন তিনি।
বাংলাধারা/এফএস/এআই













