মাগুরায় নির্যাতনের শিকার আট বছরের শিশু আছিয়ার চিকিৎসা ও পরিবারের সকল দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ফোনে শিশুটির পরিবারের সঙ্গে সরাসরি কথা বলেছেন।
ধর্ষণের শিকার আট বছরের শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকদের মতে,শিশুটির অবস্থা খুবই আশঙ্কাজনক । এরই মাঝে তার চিকিৎসার জন্য চার সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।
এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোনে শিশুটির পরিবারের খোঁজখবর নেন। তিনি আশ্বস্ত করেছেন যে অপরাধীর বিচারের জন্য দলের পক্ষ থেকে যা যা প্রয়োজন তা করবেন। পাশাপাশি,শিশুটির চিকিৎসায় সকল প্রকার খরচ বহন করবেন বলে জানান তিনি।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারেক রহমানের তত্ত্বাবধানে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে শিশুটির চিকিৎসা কার্যক্রম হচ্ছে।
উল্লেখ্য, মাগুরা শহরে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। শিশুটিকে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অচেতন অবস্থায় ভর্তি করা হয়। উক্ত ঘটনায় পুলিশ শিশুটির দুলাভাই ও বোনের শশুরকে আটক করেছে ।
এআরই/এনএস/বাংলাধারা