বাংলাধারা প্রতিবেদক »
দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালেকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আবদুস সবুর লিটন।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাতে সাড়ে ৮টায় দৈনিক আজাদী কার্যালয়ে সৌজন্য সাক্ষাতের পর মতবিনিময় করেন তারা।
এসময় দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালেক নগরীর সার্বিক উন্নয়ন, জলাবদ্ধতা ও পাহাড়ধস নিরসন, সবুজায়ন ও উন্নয়নের প্রশংসা করেন। নগরীর চলমান এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে তিনি মনে করেন।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত মেয়র প্রথমে এম এ মালেকের একুশে পদক পাওয়ায় অভিনন্দন জানান। পরে তিনি চট্টগ্রামের উন্নয়ন ও সম্ভাবনাময় বিশ্বমানের নগরী গড়ে তোলা, ব্যবসা-শিল্প, পর্যটন ও বিনিয়োগ বান্ধব বাণিজ্যিক নগরীতে উন্নয়নসহ নানা বিষয়ে কথা বলেন।
বস্তুনিষ্ঠ ও সাহসী সংবাদ প্রকাশ করে চট্টগ্রামের উন্নয়ন ও অগ্রযাত্রায় ভূমিকা রাখায় দৈনিক আজাদীর ভূয়সী প্রশংসা করেন ভারপ্রাপ্ত মেয়র। চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে দৈনিক আজাদীর আরও বেশি ভূমিকা প্রত্যাশা করেন তিনি।
এসময় ভারপ্রাপ্ত মেয়র চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিকসহ সব প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় চট্টগ্রাম তথা দেশের স্বার্থকে প্রাধান্য প্রচারে পত্রিকার সম্পাদকদের সহযোগিতা কামনা করেন।
সবশেষে তিনি আজাদীতে কর্মরত সকল সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী ও কলাকৌশলীদের সাথে মতবিনিময় করছেন।
উল্লেখ্য, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী পবিত্র ওমরা পালনে সৌদি আরব যাওয়ার প্রাক্কালে ১ নম্বর প্যানেল মেয়র ও ২৫ নম্বর রামপুর ওয়ার্ড কাউন্সিলর আবদুস সবুর লিটনকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব দিয়ে যান।













