২৯ অক্টোবর ২০২৫

আজ ডেঙ্গুতে ঝরে গেল ৩ জনের প্রাণ

বাংলাধারা ডেস্ক »

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৌসুমি আক্তার (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া মাগুরায় জয়নাল ও চাঁদপুরে এক মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১১টা ৪০ মিনিটে ঢামেকের জরুরি বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান মৌসুমি আক্তার (২৫) নামে এক নারী। মৃত ওই নারী পিরোজপুরের ভান্ডারিয়া এলাকার বাসিন্দা। স্বামী মো. মামুনকে নিয়ে তিনি রাজধানীর আগারগাঁওয়ে তালতলার মোল্লাপাড়া এলাকায় বসবাস করতেন।

ওই নারীর স্বামী মামুন জানান, বেশকিছু দিন ধরে জ্বরে ভুগছিলেন মৌসুমি। গতকাল বুধবার মহাখালীর একটি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করার পর ডেঙ্গু জ্বর শনাক্ত হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান তার স্ত্রীকে। এরপর সেখান থেকে বৃহস্পতিবার সকাল ১০টায় ঢামেক হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের আইসিইউতে বেলা ১১টা ৪০মিনিটে মারা যান তার স্ত্রী।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘মৃতের স্বজনরা জানিয়েছেন মৌসুমি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিল। আজ ঢামেকের জরুরি বিভাগের আইসিইউতে মারা যান তিনি।

এছাড়া মাগুরার জয়নাল ও চাঁদপুরের এক মাদ্রসা ছাত্রের ডেঙ্গু জ্বরে মৃত্যু হয়েছে বলে জানা যায়।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন