২৯ অক্টোবর ২০২৫

আজ নায়করাজ রাজ্জাকের চতুর্থ মৃত্যুবার্ষিকী

বাংলাধারা প্রতিবেদন» 

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ।

২০১৭ সালের ২১ আগস্ট সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৫ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি।

বাংলা চলচ্চিত্রের সাদাকালো আর রঙিন সেলুলয়েডের দীর্ঘ ইতিহাসে জড়িয়ে আছেন তিনি। নায়করাজ একাধারে ছিলেন অভিনেতা, পরিচালক ও প্রযোজক। দুই বাংলাতেই তিনি পেয়েছিলেন জনপ্রিয়তা। বাংলা চলচ্চিত্র জগতে দীর্ঘ সাড়ে ছয় দশক এই জনপ্রিয় অভিনেতা দাপটের সাথে কাজ করেছেন।

জন্ম ওপার বাংলায় কিন্তু এপার বাংলার রুপালী রঙেই তিনি হয়ে উঠেছিলেন নায়করাজ। উত্তম ও সৌমিত্রময় সময়ে নিজের অভিনয় দক্ষতায় দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নেন রাজ্জাক।

তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনসহ সারাদেশে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছিল। সেই শোকের দাগ এখনো রয়ে গেছে অন্তরে অন্তরে।

নায়ক রাজ্জাক ১৯৪২ সালের ২৩ জানুয়ারি ভারতের দক্ষিণ কলকাতায় মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৬৪ সালে কলকাতায় সাম্প্রদায়িক দাঙ্গার কবলে পড়ে রাজ্জাক তার পরিবার-পরিজন নিয়ে ঢাকায় চলে আসতে বাধ্য হন।

ঢাকাই সিনেমায় তার অভিষেক ১৩ নম্বর ফেকু ওস্তাগার লেন দিয়ে হলেও তার অভিনীত বেহুলা এপার বাংলার চলচ্চিত্রে শক্ত অবস্থান তৈরি করেছিলো। এরপর শুধুই এগিয়ে যাওয়া। ক্যারিয়ারের মাত্র ৮ বছরেই স্পর্শ করেন শতাধিক ছবির মাইলফলক।

নায়করাজের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, প্রযোজক পরিবেশক সমিতি ও শিল্পী সমিতির উদ্যোগে এফডিসিতে কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বনানীতে নায়করাজের কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণের কর্মসূচিও রয়েছে।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন