হ্যান্ডবল একাডেমী, চট্টগ্রামের ব্যবস্থাপনায় ও ইস্পাহানি গ্রুপ অব কোম্পানিজের পৃষ্ঠপোষকতায় আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) পর্দা উঠছে ‘ইস্পাহানি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট-২০২৪’র। নগরীর ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজের ইনডোর মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন হবে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হ্যান্ডবল একাডেমী, চট্টগ্রামের সাধারণ সম্পাদক মোহাম্মদ মারুফ।
এদিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ মঈনুল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন ইস্পাহানী গ্রুপের উইং ম্যানেজার নুর নবী।
হ্যান্ডবল খেলা তৃণমূলে ছড়িয়ে দিতে এবং হ্যান্ডবল খেলার প্রসারের লক্ষ্যে ২০টি স্কুল (বালক-১১টি, বালিকা-৯টি) নিয়ে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বলে জানান হ্যান্ডবল একাডেমী, চট্টগ্রামের সাধারণ সম্পাদক মোহাম্মদ মারুফ।
এসময় আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক তানজিনা রহমান, সমন্বয়ক মাসুদ বাবু, আহসানুল ইসলাম সুজন, আপেল মাহমুদ, সুমন সাহা, মোহাম্মদ সোহেল হোসেন, সাইফুল ইসলাম, সংগন মুরং ও রুবেল।













