২৩ অক্টোবর ২০২৫

আজ বিকেলে এলপিজির নতুন মূল্য ঘোষণা

অক্টোবর মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সমন্বয় করা হচ্ছে। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৩টায় এক মাসের জন্য হালনাগাদ মূল্য জানাবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিইআরসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি আরামকো ঘোষিত অক্টোবরের সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) অনুসারে ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সংক্রান্ত নির্দেশনা আজ বিকেলে প্রকাশ করা হবে।

এর আগে, সর্বশেষ ২ সেপ্টেম্বর এলপিজির দাম সমন্বয় করেছিল বিইআরসি। তখন ১২ কেজির সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়।

গত আগস্টে দাম কমেছিল আরও বেশি। সেই মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমে দাঁড়ায় ১ হাজার ২৭৩ টাকা। একই সঙ্গে অটোগ্যাসের দামও প্রতি লিটার ৪ টাকা ১৮ পয়সা কমে দাঁড়ায় ৫৮ টাকা ২৮ পয়সা।

জুন মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৩১ টাকা থেকে ১ হাজার ৪০৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। এরপর জুলাইয়ে ২৩ কেজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমে আসে, আর ১২ কেজির দাম নির্ধারিত হয় ১ হাজার ৩৬৪ টাকা। সে সময় অটোগ্যাসের দামও ১ টাকা ৮৪ পয়সা কমে প্রতি লিটার ৬২ টাকা ৪৬ পয়সা হয়।

বিইআরসির তথ্য অনুযায়ী, ২০২৪ সালে এখন পর্যন্ত মোট ১১ দফায় এলপিজি ও অটোগ্যাসের দাম সমন্বয় হয়েছে। এর মধ্যে ৭ দফায় দাম বেড়েছে, আর ৪ দফায় কমেছে।

গত বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে দাম বাড়ানো হয়েছিল। অন্যদিকে এপ্রিল, মে, জুন ও নভেম্বরে কমানো হয়। ডিসেম্বর মাসে দাম অপরিবর্তিত ছিল।

আরও পড়ুন