বাংলাধারা ডেস্ক »
ম্যাচের আগেই আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি স্পষ্ট জানিয়েছিলেন, ‘খেলার ধরনে বদল’ আনবেন না তিনি। সৌদি আরবের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচের একাদশেও থাকলো তার ছাপ।
অন্যদিকে, সৌদি কোচ জানিয়েছেন, ম্যাচে আর্জেন্টিনাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সৌদি আরবের মিডফিল্ডার আব্দুলেল্লাহ মালকিও স্বীকার করেন তা। তিনি বলেন, ‘মেসি অবশ্যই লিজেন্ড। সবারই স্বপ্ন থাকে তার বিপক্ষে খেলার। কিন্তু আমরা সৌদির প্রতিনিধিত্ব করছি। কাউকে ভয় পেয়ে খেলতে নামবো না।’
এই ম্যাচে স্পষ্টভাবেই এগিয়ে থেকে খেলতে নামবে আর্জেন্টিনা। ফিফা র্যাঙ্কিংয়ে তারা আছে তৃতীয় স্থানে, বিশ্বকাপের অন্যতম ফেভারিটও তারা। অন্যদিকে ৫৪তম স্থানে আছে সৌদি আরব।
বাংলাদেশ সময় বিকেল চারটায় শুরু হবে ম্যাচটি।
সৌদির বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার একাদশ :
এমিলিয়ানো মার্তিনেস;
নিকোলাস তাগ্লিয়াফিকো, নিকোলাস ওতামেন্দি, ক্রিস্তিয়ান রোমেরো, নাহুয়েল মোলিনা
পাপ্পু গোমেজ, লিয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দি পল
আনহেল দি মারিয়া, লাউতারো মার্তিনেস, লিওনেল মেসি
সৌদি আরবের একাদশ :
আল ওয়াইস;
আব্দুল-হামিদ, আল-তাম্বাকতি, আল-বুলাইহি, আল-শাহরানী;
আল-ফারাজ, কাননো, আল-মালিকি;
আল-বুরাইকান, আল-শেহরি, আল-দোসারি













