বাংলাধারা ডেস্ক »
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের আজ সোমবার (৫ আগস্ট) ৭০তম জন্মদিন।
১৯৪৯ সালের এই দিনে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে মাত্র ২৬ বছর বয়সে তাঁকেও ঘাতকেরা হত্যা করে।
যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনে যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় অবদান রাখেন তিনি। গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার শেখ পরিবারের উজ্জল নক্ষত্র শেখ কামাল বঙ্গবন্ধুর দ্বিতীয় সন্তান। বাবার আদর্শ ধারণ করে বড় হয়েছেন।
বিপ্লবী চেতনা যার ধমনিতে তিনি জাতির দুঃসময়ে থেমে থাকতে পারেননি। ’৬৯-র গণঅভ্যুত্থান ও ’৭১-এর মহান মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা পালন করেন শেখ কামাল। তিনি সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।
স্বাধীন বাংলাদেশের প্রথম ওয়ার কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে মুক্তিবাহিনীতে কমিশনন্ড লাভ করেন ও মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানির এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ছিলেন। শাহাদাত বরণের সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের এমএ শেষ পর্বের পরীক্ষার্থী ছিলেন এবং বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের অঙ্গ সংগঠন জাতীয় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।
যুদ্ধ পরবর্তী দেশ গঠনে বঙ্গবন্ধু যখন আত্মনিয়োগ করেন, তখন তিনিও তরুণ সমাজের মনোবল চাঙ্গা করতে এগিয়ে আসেন ক্রীড়া সংগঠক হিসেবে। প্রতিষ্ঠা করেন আবাহনী ক্রীড়াচক্র। সাংস্কৃতিক অঙ্গনেও সমান বিচরণ ছিল শেখ কামালের। ছায়ানটের সেতার বাদন বিভাগের ছাত্র ছিলেন। মঞ্চ নাটক করতেন। সেই সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানের সংগঠক ছিলেন।
স্পন্দন শিল্পী গোষ্ঠী নামে একটি সংগঠন গড়ে তোলেন তিনি। ঢাকা থিয়েটার প্রতিষ্ঠিত হয় তার হাত ধরেই। স্বাধীনতা বিরোধীদের হাতে ১৯৭৫ সালে ১৫ আগস্ট পরিবারের অন্য সদস্যদের সাথে নিহত হন শেখ কামাল।
খুনিরা হয়তো তার প্রাণ কেড়ে নিয়েছে কিন্তু তার অবদানকে মুছে দিতে পারেনি। এখনও তারুণ্যের আদর্শ হয়েই বেঁচে আছেন মুক্তিযোদ্ধা শেখ কামাল। শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলো।
এদিন সকাল ৮টায় ধানমন্ডিতে আবাহনী ক্লাব প্রাঙ্গণে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও সকাল ৯টায় বনানী কবরস্থানে শেখ কামালের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শেখ কামালের ৭০তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করার জন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি/আরইউ













