বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রাম নগরীর পাচঁলাইশ থানার আতুরার ডিপো এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৪টি ঝুট গুদাম। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চার ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ভোর ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ বলেন, আতুরার ডিপোতে ভোর ৫ টার ২০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে বায়েজিদ, চন্দনপুরা ও আগ্রাবাদ স্টেশনের সাতটি ইউনিট ঘটনাস্থলে আসে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৯ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখানে পাশাপাশি ৪টি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৪ টি গুদামের প্রায় সব ঝুট পুড়ে গেছে। ভবন কর্তৃপক্ষের আগুন নেভানোর কোনো ব্যবস্থা ছিল না। দূর থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে হয়েছে। এত কোনো হতাহাত হয়নি।’ আগুনের সুত্রপাত ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে বলেও জানান তিনি।













