২৯ অক্টোবর ২০২৫

আত্মকর্মের মাঝে চিরঞ্জীব থাকবেন সিরাজুল ইসলাম চৌধুরী

বোয়ালখালী প্রতিনিধি »

বোয়ালখালী সিরাজুল ইসলাম (ডিগ্রী) কলেজের প্রতিষ্ঠাতা সিরাজুল ইসলাম চৌধুরী আজীবন চিরঞ্জীব থাকবেন তাঁর সৃষ্ঠি ও কর্মের মাঝে । তিনি ছিলেন মানবতা মূল্যবোধ সম্পন্ন এক ব্যক্তি। মানুষের কল্যাণে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রসা, হাসপাতাল, শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে দৃষ্টান্ত স্থাপন করছেন। অসহায় মানুষের জন্য সবসময় খোলা ছিল তাঁর দুয়ার।

শুক্রবার ( ২৫ ডিসেম্বর) বিকালে উপজেলার আহলা আছাদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সিরাজুল ইসলাম চৌধুরীর ১৯ তম মৃত্যু বার্ষিকীর আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

স্মরণ সভা কমিটির চেয়ারম্যান গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী সিরাজুল ইসলাম (ডিগ্রী) কলেজের অধ্যক্ষ সমীর কান্তি দাশ, আহলা কড়লডেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল হক মন্নান, সাংবাদিক আবুল ফজল বাবুল ।

শিক্ষকনেতা আমির হোসেন ও আবৃত্তি শিল্পী জাইমা ওয়াশী শশির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজসেবক নরুল আজিম, নুর মোহাম্মদ, সুরঞ্জন বড়ুয়া, অলক বড়ুয়া, ক্ষেতমজুর নেতা মো. জসিম উদ্দিন, বোয়ালখালী কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সেহাব উদ্দিন, মোর্শেদুল করিম, মাসুদ করিম, সাহাব উদ্দিন, আবদুল মন্নান, ইকবাল হোসেন, সুদর্শন দাশ, রুপন দাশ ও ইয়াছির আরাফাত।

অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থী, রচনা, সাধারণ জ্ঞান ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার এবং দুঃস্থদের মাঝে খাদ্য সমাগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ ।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন