সীতাকুণ্ড প্রতিনিধি »
সিলিং ফ্যানের সঙ্গে দঁড়ি লাগিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যার হাত থেকে পরিবারের সদস্যরা প্রথমে বাঁচাতে পারলেও মৃত্যুকে রোধ করা যায়নি। নামানোর সময় নিচে ছিটকে পড়ে কাঁচের গ্লাস ভেঙে গলায় ঢুকে মৃত্যুবরণ করেছেন জয়নাল আবেদীন চাঁন মিয়া (৫৫) নামে এক বৃদ্ধ।
মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী এলাকার চাঁন মিয়া মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।
সীতাকুণ্ড থানা পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যায় ইফতারের পর স্ত্রী ও ছেলেদের সঙ্গে বাকবিতণ্ডা হয় জয়নাল আবেদীনের। এর দেড় ঘণ্টা পর পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে দঁড়ি লাগিয়ে ফাঁস নেওয়ার চেষ্টা করেন তিনি। এসময় পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাঁকে ওপর থেকে নামানোর সময় তিনি নিচে ছিটকে পড়েন। এতে ফ্লোরে থাকা কাচের গ্লাস ভেঙে গলায় ঢুকে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জয়নাল আবেদীনের ছেলে মো. কামরুল হোসেন জানান, তার বাবা ইফতার করার দেড় ঘণ্টা পর তুচ্ছ বিষয় নিয়ে তাদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এসময় তিনি ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যার চেষ্টা করেন। এ ঘটনা বুঝতে পেরে স্থানীয় লোকজনের সহায়তায় ঘরের দরজা ভেঙে বাবাকে ফাঁসের দঁড়ি খুলে নামানোর সময় তিনি ছিটকে নিচে থাকা কাঁচের গ্লাসের ওপর পড়ে যান। এতে গ্লাস ভেঙে তার গলায় ঢুকে রক্তক্ষরণ শুরু হয়। সঙ্গে সঙ্গে তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, পরিবারের সঙ্গে অভিমান করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেন কৃষক জয়নাল। এ সময় পরিবারের সদস্যরা তাকে ফাঁসির দঁড়ি থেকে খুলে নিচে নামানোর সময় হঠাৎ তাদের হাত থেকে ছিটকে নিচে থাকা কাচের গ্লাসের ওপর পড়ে যান। এতে গ্লাস ভেঙে তাঁর গলায় ঢুকে রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানতে পাই।













