১১ নভেম্বর ২০২৫

‘আদর্শে বঙ্গবন্ধু’র বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলাধারা ডেস্ক »

‘লাগাবো বৃক্ষ ধরবে ফল, ধরণী রাখবো সবুজ শ্যামল’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে আদর্শে বঙ্গবন্ধু চট্টগ্রাম মহানগর শাখা।

বৃহস্পতিবার (২১ জুলাই) নগরীর পাঁচলাইশ থানার জাতিসংঘ পার্কে এ কর্মসূচি পালন করা হয়।

সিটিসি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও মহানগর ছাত্রলীগের সংগঠক মো. ওমর ফারুকের সভাপতিত্বে এবং সঞ্চালনা করেন হাজেরা-তজু ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা মো. সিহাব।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য ও চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার শাহেদ মিজান।

এ সময় আরও উপস্থিত ছিলেন- সিটি কলেজ ছাত্রলীগ নেতা মোহাম্মদ শাহদাত, মোহাম্মদ হাবিব, মোহাম্মদ ইকরাম, হাজেরা-তজু ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা মোহাম্মদ ইয়াসিন, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ ছাত্রলীল নেতা মোহাম্মদ আসিফ, মোহাম্মদ বাসার, সিটিসি কলেজ ছাত্রলীগ নেতা আলি ইকরাম, মোহাম্মদ কাইসার, শ্যামলি কলেজ ছাত্রলীগ নেতা মোহাম্মদ আজওয়া, মোহাম্মদ রাব্বি প্রমুখ।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ