বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামে আদালত চলাকালীন এজলাসের ভেতরে মোবাইল ফোনে ছবি ও ভিডিও চিত্র ধারণের অভিযোগে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
রোববার (৪ আগস্ট) চট্টগ্রাম আদালত ভবনের ২য় তলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খাইরুল আমীনের আদালতে এ ঘটনা ঘটে।
আটক শিক্ষার্থীর নাম সাইফুল ইসলাম (২১)। সে ঢাকা জেলার নবাবগঞ্জ থানার আমতলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
সাইফুল চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সাইফুলকে আটক করে তার মোবাইল ফোনটি জব্দ করার আদেশ দিয়েছেন আদালত।
পতেঙ্গা থানার জিআরও প্রকাশ বড়ুয়া জানায়, আদালত চলাকালীন সময় ভেতরে ঢুকে ম্যাজিস্ট্রেটের বক্তব্য ও আদালতে ভেতরের দৃশ্য ভিডিও ধারণ ও ছবি তুলছিলেন সাইফুল।
আমার নজরে আসলে তা ম্যাজিস্ট্রেটকে অবহিত করি। পরে ম্যাজিস্ট্রেট সাইফুলকে আটক করে তার মোবাইল ফোন জব্দের আদেশ দেন।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম/আরইউ













