চট্টগ্রামের রাউজানে প্রতিপক্ষের হামলায় কমর উদ্দিন জিতু (৪৫) নামে এক ইউনিয়ন যুবদল কর্মী নিহত হয়েছেন। শনিবার (১৫ মার্চ) রাত পৌনে ১০টার দিকে হলদিয়া আমির হাট বাজার এলাকায় তাকে ছুরিকাঘাত ও পিটিয়ে হত্যা করা হয়।
পুলিশ জানায়, নিহত কমর উদ্দিন স্থানীয় বিএনপি নেতা গিয়াস উদ্দিন চৌধুরীর অনুসারী ছিলেন। দীর্ঘদিন সৌদি আরবে প্রবাস জীবন কাটানোর পর গত বছরের ৫ আগস্ট দেশে ফিরে বিএনপি, যুবদল ও অঙ্গ সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাউজানে মাটিকাটা, ফসলি জমি ভরাট এবং সর্ত্তা খালের বালু উত্তোলন নিয়ে কয়েকটি সিন্ডিকেটের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার কমর উদ্দিনের সঙ্গে প্রতিপক্ষের বাকবিতণ্ডা ও সংঘর্ষ হয়। রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়েও দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
শনিবার রাতে আমির হাট বাজার এলাকায় প্রতিপক্ষের সঙ্গে তার বিবাদ বাধে। একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান চালাচ্ছে।
এআরই/বাংলাধারা













