২৫ অক্টোবর ২০২৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চমেক ছাত্রলীগের দুই গ্রপের সংঘর্ষ ও ভাংচুর

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ছাত্রাবাসে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রলীগ কর্মীরা ছাত্রাবাসের কয়েকটি কক্ষও ভাংচুর করে।

মঙ্গলবার (২ মার্চ) দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

সূত্রে জানা যায়, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারীদের মাঝে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সময় উভয় পক্ষ দেশিয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। এই ঘটনায় এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলছে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বাংলাধারাকে বলেন, ‘ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। সবকিছু স্বাভাবিক আছে। এতে কেউ আহত হয়নি।’

বাংলাধারা/এসএফ/এআই

আরও পড়ুন