বাংলাধারা প্রতিবেদন »
তালিকাভুক্ত জলদস্যু, অবৈধ অস্ত্রধারী ও অস্ত্র তৈরীর কারিগরদের আত্মসমর্পনে মধ্যস্থতা করে সংবর্ধিত হলেন আনন্দ টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান সাংবাদিক এমএম আকরাম হোসাইন।
শনিবার (২৩ নভেম্বর) দুপুরে মহেশখালীর কালারমারছড়া ইউনিয়ন পরিষদের মাঠে অনুষ্ঠানে তাকে সংবর্ধিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি।
ওই অনুষ্ঠানে বিভিন্ন ব্রান্ডের ১৫৫ টি অস্ত্র, ২৭৫ টি গুলিসহ সাগর উপকূলের ১২ বাহিনীর ৯৬ সদস্য আত্মসমর্পণ করে। সেখানে শীর্ষস্থানীয় ১২ জন অস্ত্র তৈরীর কারিগরও রয়েছে।
২০১৮ সালের ২০ অক্টোবর মহেশখালীতে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদসহ আত্মসমর্পণ করা ৪৩ জলদস্যুর মধ্যে ৩৭ জনকে সাংবাদিক এমএম আকরাম হোসাইন মধ্যস্থতা করেন। সরকারীভাবে তারা প্রতিজন ১ লাখ টাকা করে আর্থিক অনুদানও পেয়েছে।
এছাড়া গত ১৬ ফেব্রুয়ারী ইয়াবা ও অস্ত্রসহ টেকনাফে আত্মসমর্পণ করে ১০২ জন ইয়াবা কারবারি। সেটিও এমএম আকরাম হোসাইন মধ্যস্থতা করেন। ওই সময় তিনি চ্যানলে টোয়েন্টিফোরের নিজস্ব প্রতিবেদক ছিলেন।
বাংলাধারা/এফএস/টিএম
				












