২৫ অক্টোবর ২০২৫

‘আনন্দ সংঘ’র নতুন কমিটি ঘোষণা

মিরসরাই প্রতিনিধি »

মিরসরাইয়ের সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন আনন্দ সংঘের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বিকালে সংগঠনের অস্থায়ী কার্যলয়ে এক সভার মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।

সভায় আগামী ২ বছরের জন্য মো. এনায়েত উল্লাহকে সভাপতি ও মো. শাহাদাত হোসেনকে সাধারণ সম্পাদক করে এই কমিটির ঘোষণা দেয়া হয়।

কমর আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নাঈমুল ইসলামের সভাপতিত্বে ও মো. হাসানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেন, মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, মায়ানী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ফখরুল ইসলাম সোহেল, মো. ফখরুল ইসলাম, ব্যবসায়ী মো. সাইদুল ইসলাম, ব্যবসায়ী মো. নাজিম প্রমুখ।

সভায় আগামী ২১দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা অনুমোদন দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন