আনোয়ারা প্রতিনিধি »
আনেয়ারায় গত কয়েকদিন থেকে দফায় দফায় বিদ্যুৎ বিভ্রাটের ফলে ভোগান্তিতে পড়েছে প্রায় ৮০ হাজার গ্রাহক। একদিকে তীব্র গরম আর অন্যদিকে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত।
তবে বিভিন্নস্থানে বিদ্যুতের তার ছিড়ে যাওয়ায় এবং গাছ কাটার কারণে কয়েক ঘন্টা করে বিদ্যুৎ লাইন বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ অফিস। তবে শীঘ্রই এই পরিস্থিতির উন্নয়ন ঘটবে বলে আশা প্রকাশ করছেন সংস্লিষ্টরা।
আনোয়ারারা পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যা ৭ টা থেকে রাত ১২ টা পর্যন্ত বোয়ালগাঁও বিল বিদ্যুৎ লাইনের ছিড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হয়। শনিবার সকাল ৮ টা থেকে বেলা সাড়ে ১১ টা পযর্ন্ত গাছ কাটার জন্য বিদ্যুৎ সরবররাহ বন্ধ রাখা হয়। এছাড়া আজ ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় শাহমীরপর গ্রীডের সামনে ৩৩ হাজার কেভি লাইনের তার ছিড়ে যাওয়ায় গতকাল সন্ধ্যা থেকে গভীর রাতপর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়।
এদিকে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই। বেশি ভোগান্তিতে আছেন শিশু ও বয়ষ্করা। তাছাড়া বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। বিদ্যুৎ বিভ্রাটের কারণে তাদের ব্যবসা-বাণিজ্য হুমকির মুখে রয়েছে। লকডাউনের কারণে এমনিতে ব্যবসায়ীরা লোকসানে। তার উপর বিদ্যুতের ভেল্কিবাজিতে ব্যবসার মন্দাভাব কোনেমতই কাটছেনা। ব্যবসায়ীরা। দ্রুত এই অবস্থা থেকে উত্তরনে সংস্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।
আনোয়ারা উপজেলা পল্লী বিদ্যুতের এ জি এম কামরুল হাসান বলেন, শুক্রবার থেকে বিভিন্নস্থানে ৩৩ হাজার এবং ১১ হাজার ভোল্টের তার ছিড়ে যাওয়ায় কয়েক ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হয়। এছাড়া আজকে শাহমীরপুর গ্রীডের সামনে তার ছিড়ে যাওয়া সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন করতে আমরা সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশাকরি দ্রুত পরিস্থিতির উন্নয়ন ঘটবে।
বাংলাধারা/এআই













