২৫ অক্টোবর ২০২৫

আনুষ্ঠানিক অনুমতি ছাড়াই ১৮ মাস পর মাঠে শাহাদাত

বাংলাধারা স্পোর্টস  »

বিতর্কিত নানা ঘটনার জন্ম দিয়ে ক্রিকেট থেকে নির্বাসনে ছিলেন শাহাদাত হোসেন। শাস্তি পেয়েছিলেন ৫ বছরের নিষেধাজ্ঞা। তবে অতদিন বাইরে থাকতে হয়নি, ১৮ মাস পরই ২২ গজে ফিরেছেন এই পেসার।

শনিবার(০৫ জুন) ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে পারটেক্সে স্পোর্টিং ক্লাবের হয়ে ওল্ড ডিওএইচএসের বিপক্ষে মাঠে নামেন তিনি। যদিও ফেরাটা ভালো হয়নি জাতীয় দলের সাবেক পেসারের।

১৮ মাসের মাথায় ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচের মধ্যদিয়ে ট্র্যাকে ফিরলেন এই ডানহাতি। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শাহাদাতের নিষেধাজ্ঞা কমানোর ব্যাপারে কিছুই জানায়নি।

এর আগে গত ফেব্রুয়ারিতে নিষেধাজ্ঞা কমানোর জন্য বিসিবি বরাবর আবেদন করেছিলেন শাহাদাত। মানবিক আবদনে জানিয়েছিলেন, ক্যান্সার আক্রান্ত মায়ের ব্যয়বহুল চিকিৎসার খরচ মেটাতে তাকে সুযোগ দেওয়া হোক।

পরে সেসময় বিসিবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান গণমাধ্যমে বলেছিলেন, শাহাদাতের ব্যাপারটি তিনি বোর্ডের উচ্চপর্যায়ে জানাবেন।

বাংলাদেশের হয়ে ৩৮টি টেস্ট, ৫১টি ওয়ানডে ও ৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন শাহাদাত।  টেস্টে ৭২, ওয়ানডেতে ৪৭ ও টি-টোয়েন্টিতে ৬ উইকেট শিকার করেছেন তিনি। ২০১৫ সালের পর আর জাতীয় দলে দেখা যায়নি এই ক্রিকেটারকে। 

উল্লেখ্য, ২০১৯ সালে আরাফাত সানি জুনিয়রকে শারীরিক লাঞ্ছনার দায়ে নিষিদ্ধ হন ৫ বছরের জন্য। পরে তা কমিয়ে করা হয় তিন বছর।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন