২৪ অক্টোবর ২০২৫

আনেয়ারায় অভিভাবকদের সচেতন করতে প্রাথমিক শিক্ষা অফিসের উঠান বৈঠক

আনোয়ারা প্রতিনিধি »

আনেয়ারা উপজেলায় প্রাথমিক শিক্ষায় অভিভাবকদের সচেতন করে তুলতে উঠান বৈঠকের আয়োজন করেছে উপজেলা শিক্ষা অফিস।

শুক্রবার (২২ জুলাই) বিকালে বরুমচড়া গ্রামের গোদার বাড়ীতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

পশ্চিম বরুমচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাফেজ মো. সেলিম উদ্দিনের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. বেলাল হোসেন।

বিশেষ অতিথি ছিলেন বরুমচড়া ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সামশুল ইসলাম, ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম, আখতারুজ্জামান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুজন দাশ, সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান হাবিব, শহীদুল ইসলাম টুটুল প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, ছেলেমেয়েদের লেখাপড়া শেখানোর কোনো বিকল্প নাই। ধন-সম্পদ চিরস্থায়ী নয়। আপনি যখন সন্তানদের প্রকৃত শিক্ষা দিয়ে থাকেন তাহলে মৃত্যুর পরও চিন্তা করতে হবে না। শিক্ষকদের সাথে অভিভাবকদের যোগাযোগ রক্ষা করতে হবে। সন্তানের লেখাপড়ার খবর জেনে নিতে হবে। তবেই সন্তানের লেখাপড়া সঠিক পথে পরিচালিত হবে।

আরও পড়ুন