চট্টগ্রামের আনোয়ারায় অনুমোদনহীন ক্লিনিক, ল্যাব ও হাসপাতালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে দুই প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী, বটতলী বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।
অভিযানকালে কালাবিবির দিঘীর মোড় এলাকায় অবস্থিত ‘আনোয়ারা প্রিমিয়ার মেটারনিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার’-এর বিভিন্ন অনিয়ম পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা এবং ‘বটতলী জনসেবা ডায়াগনস্টিক সেন্টার’-কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় চিকিৎসা প্রতিষ্ঠানের লাইসেন্স, মেডিকেল বর্জ্য নিষ্পত্তি ব্যবস্থা, প্রশিক্ষণহীন কর্মীদের ঝুঁকিপূর্ণ সেবা, অস্যানিটারি পরিবেশ ও পরীক্ষার মানসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়।
অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মাহতাবউদ্দিন চৌধুরীসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা বলেন, “বিভিন্ন অনিয়মের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। যেসব প্রতিষ্ঠান কাগজপত্রবিহীনভাবে সেবা দিচ্ছে বা স্বাস্থ্যবিধি মানছে না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান চলমান থাকবে।”













