৩১ অক্টোবর ২০২৫

আনোয়ারায় অনুমোদনহীন নকল ফ্লেভার্ড ড্রিংক উৎপাদনে এক প্রতিষ্ঠানকে জরিমানা

আনোয়ারায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া আর্টিফিশিয়াল ফ্লেভার্ড ড্রিংক উৎপাদন ও বাজারজাতকরণ করায় ‘এরিকো ফুড অ্যান্ড বেভারেজ’ নামে এক প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার কালাবিবি দিঘি এলাকায় কারখানাটিতে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা জানান, আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকায় বিএসটিআই অনুমোদন ছাড়া তরল পানীয় ও খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতের মাধ্যমে মানবজীবনকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলা হচ্ছে। এসব অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসন নজরদারি চালিয়ে আসছে।

তার ধারাবাহিকতায় উপজেলার ‘এরিকো ফুড অ্যান্ড বেভারেজ’ কারখানায় অভিযান চালানো হয়। অভিযানকালে কারখানাটির অনুমোদন না থাকায় উৎপাদিত তরল পণ্য জব্দ করা হয়।

পরবর্তীতে পণ্যটির রসায়ন পরীক্ষাগার, বিএসটিআই, ঢাকায় প্রেরণ করা হলে তা অকৃতকার্য বলে প্রমাণিত হয়। তৎপ্রেক্ষিতে জব্দ তালিকা মোতাবেক আর্টিফিশিয়াল ফ্লেভার্ড ড্রিংক ও মোড়ক ধ্বংস করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

আরও পড়ুন