৩০ অক্টোবর ২০২৫

আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলন: ৩টি ট্রাক জব্দ

আনোয়ারা প্রতিনিধি »

আনোয়ারায় শঙ্খ নদী থেকে অবৈধভাবে উত্তোলন করায় বালুসহ ৩টি ট্রাক জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। তবে এ সময় বালু ব্যবসায়ী ও ড্রেজার মালিক কাউকে পাওয়া যায়নি।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাইদুজ্জামান চৌধুরীর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, আনোয়ারা উপজেলায় কোন অনুমোদিত বালুমহাল না থাকা সত্ত্বেও শংখ নদী হতে অবৈধ ভাবে বালি উত্তোলন করে বিক্রি করছে একটি চক্র। আজ ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বালুসহ ৩ টি ট্রাক  জব্দ করে। এসময় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি। জব্দ ট্রাকগুলো স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যের জিম্মায় দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান চৌধুরী  জানান, আনোয়ারায় বর্তমানে  অনুমোদিত কোনো বালু মহাল নেই। চক্রটি  অবৈধভাবে বালু উত্তোলন করছিল। এধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন