৩০ অক্টোবর ২০২৫

আনোয়ারায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ট্রাক-স্কেভেটর জব্দ

আনোয়ারা প্রতিনিধি »

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মাটি কাকাটার দায়ে দুটি স্কেভেটর ও দুটি ট্রাক জব্দ করা হয়েছে।

আজ (১৮ জানুয়ারি) বিকাল ৪ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

জানা যায়, রায়পুর ইউনিয়নের সরেঙ্গা এবং জুইদন্ডী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছে একটি চক্র। আজ অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহন করার সময় জুইদন্ডীর চৌমুহনী সরেঙ্গা এলাকা থেকে দুটি ট্রাক ও দুটি স্কেভেটর আটক করা হয়।

এ সময় আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করে যারা জনসাধারণের ক্ষতি করবে তাদের বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন