১০ নভেম্বর ২০২৫

আনোয়ারায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৫

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে পুলিশের অভিযানে যুবলীগ ও ছাত্রলীগের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৯ অক্টোবর) গভীর রাতে উপজেলার কর্ণফুলী টানেলের চায়না রোড ইকোনমিক জোন এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামের মৃত আহমদ ছফার পুত্র মো. হাসেম (৩৯), গুয়াপঞ্চক লুধা গাজীর বাড়ির মৃত জাফর আহমদের পুত্র মো. এসকান্দর (৩৫), কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের মৃত সোলায়মানের পুত্র মো. মুমিন (৩৫), একই এলাকার খালেদ ফারুকের পুত্র আব্দুল্লাহ আল মামুন (৩১) এবং বৈরাগ ইউনিয়নের খুশাল তালুকদার বাড়ির আবুল কালামের পুত্র মো. আলী আকবর (৩৩)।

পুলিশের দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই রাতে বৈরাগ চায়না রোডের রাস্তার মাথা এলাকায় ২০ থেকে ২৫ জনের একটি দল ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে, বাকিরা পালিয়ে যায়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন,

“দেশে অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল তারা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ