২৬ অক্টোবর ২০২৫

আনোয়ারায় আগুনে পুড়লো ১৮ বসতঘর

বাংলাধারা প্রতিবেদক: চট্টগ্রামের আনোয়ারায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে ১৮টি ঘর আগুনে পুড়ে গেছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া ১নং ওয়ার্ডের করিম মাঝির বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  এ ঘটনায় নগদ অর্থ এবং মালামালসহ আনুমানিক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

এতে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে আহত হন মোঃ জামাল (৪৫), তানিয়া আকতার (০৬) নিহা আকতার (১৪), হাসান (১০), হেলাল উদ্দিন (৩২) আহত হয়েছে। বর্তমানে পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেলে হাসপাতালে ভর্তি করে হয়েছে বলে জানা যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা হলেন,উত্তর পরুয়াপাড়া গ্রামের ১নং ওয়ার্ড করিম মাঝির বাড়ির মোঃ জামাল, মোঃ হেলাল, আবুল কালাম, আবুল কাসেম, আজগর আলী, আমজাদ হোসেন, আনোয়ার হোসেন, আবদু সত্তার, মোঃ মামুন, মোঃ আনিছ, মোঃ জসিম, মোঃ কাইয়ুম, মোঃ সেলিম, নুরুল হক, আব্দুল হক, জাহানারা বেগম, আব্দুস সালাম, মোঃ ইউসুফ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মংসং মারমা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন।

সকালে চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন শরীফ ১৮ পরিবারের মাঝে অর্থ এবং কম্বল বিতরণ করেন।

 

আরও পড়ুন