আনোয়ারা প্রতিনিধি »
আনোয়ারায় অগ্নিকাণ্ডে ৩ বসতঘর ও একটি মিষ্টি কারখানা পুড়ে গেছে। আগুনে প্রায় ৩ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বটতলী রুস্তম হাটের মুল্লা পাড়া জেবল সওদাগর বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে আবদুস সালামের ভাড়া বাসায় জাহাঙ্গীর আলমের একটি মিষ্টি তৈরির কারখানায়। মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ১ঘন্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় কারখানার পাশের একটি ভাড়া বাসাও পুড়ে যায়।
আব্দুস সবুরের ছেলে সাদেক জানান, কিছু বুঝে উঠার আগেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। বাসার সকল জিনিসপত্র ও দোকানের মালামাল পুড়ে গেছে। কিছুই বের করতে পারিনি।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













