আনোয়ারা প্রতিনিধি »
আনোয়ারায় মদিনা ট্রেডার্স নামে একটি হার্ডওয়্যারের দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (১১ফেব্রুয়ারি) রাত ৩টায় কবিরের দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশনের দমকল কর্মী ও স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকানের মালিক। দোকানটিতে হার্ডওয়্যারের পাশাপাশি গ্যাস সিলিন্ডারও বিক্রি করা হত।
দোকানের মালিক মামুন বলেন, রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। পাশের দোকানের মালিক ইসমাইলের কছ থেকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত চলে আসি। দোকান থেকে কিছুই বের করতে পারিনি। হয়ত কেউ ষড়যন্ত্র করে আগুন লাগিয়ে দিয়েছে।
আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ দুলাল মিত্র জানান, খবর পেয়ে রাত তিনটায় ঘটানাস্থলে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে আশপাশের দোকান ও বাসা বাড়িতে ছড়িয়ে পড়ত। বৈদ্যুতিক শর্ট সার্কট থেকে আগুণের সূত্রপাত।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













